ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন শামীম ওসমান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন শামীম ওসমান মনোনয়নপত্র জমা দিচ্ছেন শামীম ওসমান-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার হয়ে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান। 

বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সভাপতি চন্দন শীল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।