ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মী কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, নভেম্বর ২৮, ২০১৮
খুলনায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মী কারাগারে

খুলনা: খুলনায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৫ অক্টোবর মহানগরীর সোনাডাঙ্গায় নাশকতার অভিযোগে মহানগর বিএনপির প্রচার সম্পাদক এসএম আসাদুজ্জামান মুরাদসহ বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়।

একই মামলায় জামায়াতের ৮ নেতাকর্মীকে আসামি করা হয়।

বিবাদী পক্ষের আইনজীবী গোলাম মাওলা বাংলানিউজকে জানান, মামলার অভিযুক্তরা মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।