ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ড. কামাল চান না মেয়ে নির্বাচনে আসুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, নভেম্বর ২৯, ২০১৮
ড. কামাল চান না মেয়ে নির্বাচনে আসুক কথা বলছেন মোস্তফা মহসিন মন্টু

ঢাকা: গণ ফোরামের সভাপতি ড. কামাল পারিবারিক রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। এ কারণে তার কন্যা অ্যাডভোকেট সারা হোসেন এবারের নির্বাচনে না আসুক সেটাই চান ড. কামাল। 

মোস্তফা মহসিন মন্টু স্পষ্টভাবে জানিয়েছেন ড. কামাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না। মন্টু নিজে ঢাকা-৭ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।  

তিনি বলেন, কামাল হোসেন বংশগত রাজনীতিতে বিশ্বাস করেন না, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন। যে কারণে তিনি চান না তার মেয়ে বংশানুক্রমে রাজনীতিতে আসুক। আর তার মেয়ে যদি রাজনীতিতে আসতে চান তাহলে গণতান্ত্রিকভাবে রাজনীতির মাঠ থেকেই উঠে আসুক- এমনটাই চান ড. কামাল হোসেন।

‘ড. কামাল হোসেন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করেন না। উনি বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, তার ক্ষমতায় যাওয়ার লোভ নেই। এর আগে প্রশ্ন উঠেছে উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য জোট করেছেন। এ কথা যে সঠিক নয়, ড. কামালের প্রার্থী না হওয়ার সিদ্ধান্তই তার প্রমাণ। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতেই তিনি জাতীয় ঐক্য গড়েছেন।  

এর আগে দুপুরে ঢাকা–৬ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী জানান ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছে না।  

তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণের মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।