ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় যুবদল নেতার আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, নভেম্বর ২৯, ২০১৮
নেত্রকোনায় যুবদল নেতার আত্মহত্যা ইফতে খাইরুল ইসলাম তিলক। ফাইল ফটো

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতে খাইরুল ইসলাম তিলক (৪৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) রাতে আত্মহত্যা করেন তিনি। কলেজ শাখা ছাত্রদলের সাবেক জিএস তিলক শহরের বনুয়াপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিলকের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী নাফিউ ইসলাম নোলক বাংলানিউজকে জানায়, রাতে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস দেন তিলক। টের পেয়ে মেয়ে নোলক ও তিলকের ভাতিজি দীপ্তি তাকে উদ্ধার করে আত্মীয়দের সহযোগিতায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক টিটু রায় তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।