ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, নভেম্বর ৩০, ২০১৮
কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬ প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতিসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (৩০ নভেম্বর) দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- বসুরহাট সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সামছুল আলম রিপুল, চরফকিরা ইউনিয়নের বিএনপি নেতা আবদুস ছাত্তার, সাজাপ্রাপ্ত আসামি জিয়াউল হক মানিক, চরকালীর জামায়াত নেতা ইউছুপ মিলন, রামপুর ইউনিয়নের নবাব আলী।

আর একজনের নাম জানা যায়নি।
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জমান বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।