ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নেত্রকোণায় নাশকতার মামলায় গ্রেফতার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, ডিসেম্বর ১৩, ২০১৮
নেত্রকোণায় নাশকতার মামলায় গ্রেফতার ১০ গ্রেফতারকৃত ১০ জন। ছবি-বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ডিসেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জুবেদ আলী, মো. শাহ্জাহান কবির, মুগল আজম খান, আবুল কালাম, মো. মহর উদ্দিন, শাহিনুর রহমান উজ্জ্বল, রতন মিয়া, আব্দুল জলিল, মো. বাবুল মিয়া, মো. আনোয়ার।

তাদের মধ্যে তিনজন বিএনপির তৃণমূল পর্যায়ের পদধারী নেতা। বাকিরা কর্মী ও সমর্থক।  

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।