ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বিএন‌পির ২ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, ডিসেম্বর ১৩, ২০১৮
গাজীপুরে বিএন‌পির ২ নেতা গ্রেফতার

গাজীপুর: গাজীপুরে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব। তারা গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক।

 

ইকবাল সিদ্দিকী বাংলানিউজকে বলেন, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকা থেকে বিএনপি নেতা কবির ও মোতালেবকে গ্রেফতার করেছে পু‌লিশ। কি অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারে‌নি পুলিশ। তবে নেতাকর্মীদের আতঙ্কিত করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতার বিএন‌পির ওই দুই নেতার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।