ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রৌমারীতে জামায়াতের আমিরসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, ডিসেম্বর ১৪, ২০১৮
রৌমারীতে জামায়াতের আমিরসহ আটক ৬

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুবলাবাড়ী গ্রামে নাশকতা পরিকল্পনার প্রস্ততি সভা চলাকালে উপজেলা জামায়াতের আমির ও সাবেক আমিরসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের জামায়াতের সাবেক আমির শহীদ মাসুদ আহাম্মদের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।  

আটককৃতরা হলো- রৌমারী উপজেলা জামায়াতের আমির মাওলানা সামসুল আলম (৫৫), সাবেক আমির শহীদ মাসুদ আহাম্মদ (৬২), শুরা সদস্য শরিফুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৫), ডা. শওকাত আলী ওরফে সাহাবুদ্দিন (৪৫) ও দেলোয়ার হোসেন (৪৭)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) শহীদ সরোয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা সৃষ্টির লক্ষ্যে তারা পরিকল্পনামূলক প্রস্ততি সভা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এফইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।