ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শ্যামনগ‌রে ২ এমপিপ্রার্থীর কর্মীদের সংঘ‌র্ষে আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, ডিসেম্বর ১৫, ২০১৮
শ্যামনগ‌রে ২ এমপিপ্রার্থীর কর্মীদের সংঘ‌র্ষে আহত ১০

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিকল্পধারা ও আওয়ামী লী‌গের দুই এমপি প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘ‌র্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভেটখালী ও পাতরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত‌দের ম‌ধ্যে শ্যামনগর উপজেলার বাদশাহ, জামাল, রেজা, বকুল, শাহাদাত হোসেন ও হাসান মিয়ার নাম জানা গে‌ছে।

 

বিকল্পধারার প্রার্থী এইচএম গোলার রেজার কুলা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাফেজ রশিদ বাংলানিউজকে জানান, উপজেলার ভেটখালীতে কুলা প্রতীকের পথসভা চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এসময় তাদের অন্তত দু’জন সমর্থক আহত হন।

প‌রে পাতরাখোলায় পথসভা চলাকালে বিকল্পধারার প্রার্থী গোলাম রেজার উপর স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালালে তার সমর্থকরা প্র‌তি‌রোধ করতে ‌গে‌লে আরও তিনজন আহত হন।  

অপরদিকে, নৌকা প্রতীকের প্রার্থী জগলুল হায়দার বলেন, বিকল্পধারার কর্মীরা আমার কর্মী-সমর্থকদের উপরে হামলা করেছে। এসময় তিনজন আহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলা‌নিউজ‌কে বলেন, বিকল্পধারা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে আমাদের কাছে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।  

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।