ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জনগণের ভোটের অধিকার অনিশ্চিত হয়ে পড়েছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ডিসেম্বর ১৫, ২০১৮
জনগণের ভোটের অধিকার অনিশ্চিত হয়ে পড়েছে  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মওদুদ আহমদ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে। যার জন্য জণগণের ভোটের অধিকার অনিশ্চিত হয়ে পড়েছে। 

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার সব আসনে বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, মামলা, গণগ্রেফতার, নির্বাচনী প্রচারণায় হামলা, ভাঙচুর, পোস্টার পুড়িয়ে দেয়াসহ প্রসাসনের পক্ষপাতিত্বের অভিযোগে জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

সংবাদ সম্মেলনে জেলার ৬টি আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ, ফজলুল আজিম, বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহাজাহান, জয়নাল আবেদীন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।