ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচন অস্তিত্ব রক্ষার: নজরুল 

তামিম মজিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, ডিসেম্বর ১৫, ২০১৮
আগামী নির্বাচন অস্তিত্ব রক্ষার: নজরুল 

গাজীপুরের টঙ্গী থেকে: আগামী নির্বাচনকে অস্তিত্ব রক্ষার নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

তিনি বলেছেন, আগামী নির্বাচনকে অস্তিত্ব রক্ষার নির্বাচন। লুটেরাদের হাত থেকে মুক্ত করার নির্বাচন।

শেয়ার বাজার, ব্যাংক ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের হাত থেকে মুক্ত করার নির্বাচন। এ লড়াই গণতন্ত্রের লড়াই। এ লড়াইয়ে জিততে হবে।  

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় গাজীপুর-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন সরকারের সমর্থনে টঙ্গীতে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।  
 
সরকারের নানা সমালোচনা করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, এই সরকার এত অপকর্ম করেছে যে, তারা ক্ষমতা ছাড়তে ভয় পায়। এদেশের মানুষ নিরস্ত্র। মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচার পতন নিরস্ত্র মানুষই করেছে। এ নির্বাচনে অন্যায় অপশাসন ও ভোট চুরি রোধ করতেই হবে। এদেশের মানুষ বরাবরই লড়াই করে জিতেছে, তাই এবারের নির্বাচনের লড়াইয়েও জিততে হবে।  

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
টিএম/আরএস/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।