ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আক্কেলপুর উপজেলা যুবদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ডিসেম্বর ১৫, ২০১৮
আক্কেলপুর উপজেলা যুবদল নেতা কারাগারে গ্রেফতার রফিকুল ইসলাম চপল। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম চপলকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। চপল আক্কেলপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

এর আগে, সকালে তাকে একটি চাঁদাবাজি মামলায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ।  

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বাংলানিউজকে জানান, চপল বেশ কিছুদিন আগে তার প্রতিবেশী মুরগি ব্যবসায়ী বনিজ উদ্দিনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। পরে বনিজ উদ্দিন চাঁদা না দিয়ে জয়পুরহাট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।