ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এটা খালেদা জিয়ার মুক্তির নির্বাচন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৬, ডিসেম্বর ১৬, ২০১৮
এটা খালেদা জিয়ার মুক্তির নির্বাচন  সভায় বক্তব্য রাখছেন জয়নুল আবেদীন। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন বলেছেন, এটা খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে। এজন্য আপনাদের নিজ নিজ কেন্দ্রে পাহারা দিয়ে সাধারণ ভোটারদের ভোটাধিকার আদায় করে নিতে হবে। এই নির্বাচন গণমানুষের মুক্তির নির্বাচন। 

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ব‌রিশালের রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বাবুগঞ্জ উপজেলা যুবদলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে জয়নুল আবেদীন বলেন, বিনা অপরাধে কাউকে হয়রানি করবেন না।

আমার নেতাকর্মী কোনো ভুল করলে আমাকে বলবেন আমি বিচার করবো।  

বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আজগর ফকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।

মতবিনিময় শেষে বিকেলে বাবুগঞ্জের দেহেরগতি মাধবপাশাসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন জয়নুল আবেদীন।   

বাংল‌দেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।