ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, ডিসেম্বর ১৯, ২০১৮
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন তন্ময় বক্তব্য রাখছেন শেখ সারহান নাসের তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।  

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শেখ তন্ময় বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দেবেন। আগামী ৩০ তারিখ আপনারা আমাকে দেখলে, এরপরে আপনাদের দেখার দায়িত্ব আমার।

যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়।

জনসভায় আরও বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, কেন্দ্রীয় যুব লীগের সদস্য ব্যরিস্টার শেখ ফজলে নাইম, চিত্র নায়ক রিয়াজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, ফরিদা আক্তার বানু লুসিসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।