ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেনী-৩ এ সরে দাঁড়ালেন আ.লীগ বিদ্রোহী প্রার্থী বাসার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ডিসেম্বর ১৯, ২০১৮
ফেনী-৩ এ সরে দাঁড়ালেন আ.লীগ বিদ্রোহী প্রার্থী বাসার মাসুদ উদ্দিন চৌধুরী ও আবুল বাসার, ফাইল ফটো

ফেনী: ফেনী-৩ আসনের (দাগনভূঞা -সোনাগাজী) আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবুল বাসার মহাজোটের শরিক দল জাতীয় পার্টি মনোনীত মাসুদ উদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) গণভবনে বৈঠকে আওয়ামী লীগ সভাপতির অনুরোধে নির্বাচন থেকে সরে যান কেন্দ্রীয় যুবলীগের এ প্রেসিডিয়াম  সদস্য।

জানা গেছে, গণভবনে বৈঠক শেষে মাসুদ চৌধুরীকে নির্বাচিত করতে দুই প্রার্থী বেশ কয়েকজন নেতাকে নিয়ে আবার বৈঠকে মিলিত হন।

পরে তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটা সমন্বয় হয়।

এদিকে, আবুল বাসার সরে যাওয়ায় তার সমর্থকদের মধ্যে হতাশা এবং মহাজোট থেকে একক প্রার্থী হিসেবে মাঠে থাকায় মাসুদ চৌধুরীর সমর্থকরা আনন্দ করছেন।

বাংলানিউজকে আবুল বাশার বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমি নির্বাচন থেকে সরে গেছি।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে মহাজোটের প্রার্থীর সমর্থনে মাঠে কাজ করবেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।