ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ডিসেম্বর ২২, ২০১৮
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

সিলেট: আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি।

ওসমানী বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে যাবেন। সেখান থেকে হযরত শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত করবেন।

এরপর সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশ শেষে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।