ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৩, ফেব্রুয়ারি ২, ২০২০
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার

ঈশ্বরদী (পাবনা): কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার ডাল গবেষণা কেন্দ্র মিলনায়তনে জেলা কমিটির বর্ধিত সভা, সংবর্ধনা ও কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেকোনো সরকারের জন্য আন্তরিকতাটাই সাফল্যের মূল চাবিকাঠি।

কৃষিতে নতুন নতুন উদ্ভাবনের কারণে ও সরকারের কৃষিবান্ধব নীতির ফলে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে।

সমীর চন্দ্র চন্দ বলেন, কৃষকলীগকে সুসংগঠিত করার মাধ্যমে আমরা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো। তাই মুজিববর্ষে কৃষক লীগের অঙ্গীকার হবে- ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’।
 
জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- কৃষক লীগে কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আব্দুল লতিফ তারিন, উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণার পরিচালক রইছ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, কৃষক লীগের ঈশ্বরদীর আহ্বায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা শরিফুল আলম ডিপু মণ্ডল প্রমুখ।
 
সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরদীর ১৪ জন বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষককে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।