ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, ফেব্রুয়ারি ৩, ২০২০
ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক মঙ্গলবার

ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়েছে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। এদিন বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। বৈঠকে স্টিয়ারিং কমিটির সদস্য আ স ম আব্দুর রব, ড. আব্দুল মঈন খান, মাহমুদুর রহমান মান্না, রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকার দুই সিটির নির্বাচনে বিএনপির পরাজিত দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। পরে নির্বাচন বর্জন করে বিএনপি যে হরতাল ডাকে তাতেও সমর্থন জানায় ঐক্যফ্রন্ট। নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়েই মূলত এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।