ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির কাগজ কারা অধিদপ্তরে, নিয়ে যাবেন জেল সুপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, মার্চ ২৫, ২০২০
খালেদার মুক্তির কাগজ কারা অধিদপ্তরে, নিয়ে যাবেন জেল সুপার

ঢাকা: সরকারের দেওয়া শর্তের ভিত্তিতে মুক্তি পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাজা স্থগিতের ফাইলটি বর্তমানে কারা অধিদপ্তরে রয়েছে।

কারা সূত্র জানায়, সাজা স্থগিতের ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। সেখানে স্বরাষ্ট্র সচিবের স্বাক্ষরের পর কারা অধিদপ্তরে যায়।

কারা অধিদপ্তর বুধবার (২৫ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীর কাছে হস্তান্তর করবে। সেই কাগজ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে খালেদাকে মুক্তি দেবেন জেল সুপার।

আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা জানান, ফাইলটি আমাদের কাছে অধিদপ্তরে এসেছে। তাকে মুক্ত দেওয়ার আনুষ্ঠানিকতা চলছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সিনিয়র সুপার ইকবাল কবির চৌধুরী জানান, কারাগার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল। আমি কাগজটি নিতে সেখানে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।