ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

শবে কদরে খুলনার মসজিদে মুসল্লিদের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
শবে কদরে খুলনার মসজিদে মুসল্লিদের ঢল

খুলনা: ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর।

সোমবার (১৮এপ্রিল) ইফতারের পর থেকেই মহানগরীতে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে ইবাদতের জন্য ভিড় করতে শুরু করেন।

এ রাতে মুসল্লিরা নফল নামাজ আদায়, জিকির-আসকার, দান-খয়রাত, পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ করে নিজেদের পাপমোচন ও প্রয়াত বাবা-মা এবং আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনা করেন। অনেকে স্বজনের কবর জিয়ারত করেন।

অনেক মসজিদে খতমে তারাবি শেষে দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।