ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ঝিনাইদহে মাথায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
ঝিনাইদহে মাথায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ: ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিল বের হয়।

পরে মিছিলটি বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।  

এসময় শিক্ষার্থীরা ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে তারা বিক্ষোভে অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পলিটেকনিকের সপ্তম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপু প্রমুখ।

উল্লেখ্য, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রায় দেড় মাস ধরে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে জেলায় জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।