ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণ, এসআইর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণ, এসআইর বিরুদ্ধে মামলা

বরিশাল: এক গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও তৈরির অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বরিশালের আদালতে নালিশি মামলা করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম নালিশি অভিযোগ তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।

মামলায় অভিযুক্ত রাজিব হোসেন ঝালকাঠি সদর উপজেলার কান্ডারগাতি এলাকার মো. রুস্তুম আলী হাওলাদারের ছেলে। বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী থানায় এসআই পদে কর্মরত রয়েছেন।

মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, এসআই রাজিব হোসেন ভোলার বোরহানউদ্দিন থানায় কর্মরত থাকার সময় গৃহবধূর সাবেক শ্বশুরের করা একটি মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। সেই সূত্রে পরিচয়ে তাদের সাথে বিভিন্ন সময় মোবাইল ফোনে কথা হতো। ২০২৪ সালের ২২ এপ্রিল ওই গৃহবধূ এয়ার কুলার কিনতে বের হন। তখন এসআই রাজীবের সঙ্গে দেখা হলে তিনি বরিশাল শহর থেকে ভালো এয়ার কুলার কিনে দেয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হলে এসআই রাজীব তাকে নিয়ে বরিশালে আসেন। রাতে ভোলা ফিরতে না পারায় স্বামী-স্ত্রী পরিচয়ে বরিশাল নগরের সদর রোডের আবাসিক হোটেল আলী ইন্টারন্যাশনালের ৫০২ নম্বর কক্ষে ওঠেন তারা। সেখানে গৃহবধূকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ছাড়াও তাকে বিবস্ত্র করে পর্নো ভিডিও করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বোরহানউদ্দিন উপজেলায় এসআই রাজীবের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় এসআই রাজীবের বিরুদ্ধে ভোলা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ এসেছে। এ ঘটনায় এসআই রাজীবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে আদালতে মামলা হয়েছে।

এ বিষয়ে এসআই রাজীব বলেন, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। গৃহবধূর অনৈতিক কর্মকাণ্ড আমার মাধ্যমে সিঙ্গাপুর প্রবাসী সাবেক স্বামী জানতে পারেন। এ কারণে ওই গৃহবধূ হয়রানি করতে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।