ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হবিগঞ্জে শ্রমিক লীগ নেতা দেলোয়ার কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, এপ্রিল ২৩, ২০২৫
হবিগঞ্জে শ্রমিক লীগ নেতা দেলোয়ার কারাগারে শেখ দেলোয়ার হোসেন (ছবি সংগৃহীত)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরের দিকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

পরে দুপুরে দেলোয়ারকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেলোয়ার চুনারুঘাটের আমকান্দি গ্রামের প্রয়াত আব্দুল গফুর ওরফে তোতাই মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম এতথ্য নিশ্চিত করে জানান, দেলোয়ারের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।