খুলনা: খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আল আমিন হোসেনের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে খুলনা রেলস্টেশনে এ প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ স্টেশন মাস্টার ও কমর্চারী ইউনিয়ন
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন স্টেশনমাস্টার ও কমর্চারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সাদাত।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক বেনাপোল স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- খুলনা জংশনের স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত, মোবারকগঞ্জের স্টেশন মাস্টার মো. শাহজাহান শেখ, দৌলতপুর স্টেশন মাস্টার মারুফুজ্জামান, খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন, নওয়াপাড়ার স্টেশন মাস্টার অনুপ মন্ডল, দর্শনা স্টেশন মাস্টার আশিকুজ্জামান, ইশ্বরদী স্টেশন মাস্টার মো. তৌফিকুজ্জামান, আলমডাঙ্গার সহকারী স্টেশন মাস্টার ভিক্টোর বিশ্বাস, নড়াইলের স্টেশন মাস্টার মশিউর রহমান, দৌলতপুর সহকারী স্টেশন মাস্টার শামীম শিকদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্টেশন মাস্টার যারা আছেন তারা সেবা দিয়ে থাকেন। ২৬ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে যারা খুলনা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আল আমিন হোসেনের ওপর হামলা চালায় তারা যেই হোক না কেন তাদের পরিচয় তারা সন্ত্রাসী। এ সন্ত্রাসীরা দেশ, জাতির শত্রু। যারা পেশাগত দায়িত্ব পালনকালে আল আমিনের ওপর হামলা চালিয়ে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ধরনের অপকর্মকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। তা না হলে রেল বন্ধ রেখে আন্দোলন করা হবে।
এমআরএম/জেএইচ