খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ভিন্ন ধর্মালম্বী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ির গুইমারায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতারা বলেন, জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়।
গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, গুইমারা কালী মন্দিরের পুরোহিত হারাধন ভট্টাচার্য, দেওয়ান পাড়াস্হ চৌধুরীপাড়া বুদ্ধ বিহারের সভাপতি আলুঅং মারমা, কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক শিবলু মজুমদার, চন্ডি মন্দিরের প্রধান উপদেষ্টা ভগিরত চন্দ্র দে বাবুল।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৬
এডি/জেএইচ