ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ডাকাত ধরতে গিয়ে ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৫০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
ডাকাত ধরতে গিয়ে ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জে গরু ডাকাত ধরতে গিয়ে ডাকাতদের ট্রাকচাপায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) মারা গেছেন।  

রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত রফিকুল যমুনা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনারুল ইসলাম জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একদল ডাকাত টাঙ্গাইল থেকে গরু লুট করে ট্রাকযোগে পালাচ্ছিল। তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে। এ সময় ডাকাতদের ট্রাকটি কনস্টেবল রফিকুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় রফিকুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ৯:৫০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।