ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মাধবপুরে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৩, এপ্রিল ২৮, ২০২৫
মাধবপুরে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতির মামলার দুই আসামির মারামারির সময় ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জাহির আলী একাধিক ডাকাতি মামলার আসামি ও তাদের মধ্যে বিরোধ রয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টায় গ্রামের রাস্তায় পূর্বে-বিরোধের জেরে দুইপক্ষের লোকজনে মারামারি হয়। এ সময় জাহির আলীর পক্ষের হোসেন মিয়ার উরুতে ছুরিকাঘাত লাগলে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

সন্ধ্যায় খবর পেয়ে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।  

ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, ‘জাহির ও রজব নামে দুই ডাকাতের মারামারির সময় ছুরিকাঘাতে জাহিরপক্ষের একজন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।