ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, এপ্রিল ২৮, ২০২৫
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা।  

সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।

 

নিহত শাকিল একই এলাকার মো. সোলাইমান খোকনের ছেলে। তিনি পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোর করে তুলে নিতে চেষ্টা করেন। তখন শাকিলসহ কয়েকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা শাকিলকে গুলি করেন। একপর্যায়ে ঠেকাতে গেলে তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে জখম করা হয়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে অস্ত্রধারী তিনজনকে ধরে গণপিটুনি দেন। তবে বাকি দুজন পালিয়ে যান।

এদিকে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।  

রাত ১০টার দিকে বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আছি। এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণপিটুনি দিয়ে আটক করে রেখেছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

আরএ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।