ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নারায়ণগঞ্জে এজলাস থেকে বের হতেই আনিসুলকে চড়-থাপ্পড়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, এপ্রিল ২৮, ২০২৫
নারায়ণগঞ্জে এজলাস থেকে বের হতেই আনিসুলকে চড়-থাপ্পড় শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় কিছু আইনজীবী ও ছাত্র-জনতা আনিসুল হককে চড়-থাপ্পড় দেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনুদ্দিন কাদিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় কিছু আইনজীবী ও ছাত্র-জনতা আনিসুল হককে চড়-থাপ্পড় দেন। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে উঠিয়ে আদালত এলাকা ছাড়ে।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মাদরাসাছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।