ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

রাতে গ্রেপ্তার, দুপুরে জামিনে মুক্ত শ্রমিকনেতা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, এপ্রিল ২৯, ২০২৫
রাতে গ্রেপ্তার, দুপুরে জামিনে মুক্ত শ্রমিকনেতা

সিলেট: গ্রেপ্তারের ১২ ঘণ্টা পর পাঁচ মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 
এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে জাকারিয়াকে মহানগরের মদিনা মার্কেট তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানের মামলায় মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবী আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জামিন মঞ্জুর করেন।  

৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে দেশ ছাড়েন। দেশে থাকা নেতাকর্মীরাও আত্মগোপনে থাকলেও মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ প্রকাশ্যে বীরদর্পে চলাফেরা করেছেন। সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নকে ঢাল হিসেবে ব্যবহার করেই এতোদিন প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।