ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ওসি-এসআইয়ের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, এপ্রিল ৩০, ২০২৫
ওসি-এসআইয়ের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

বরিশাল: লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ দিয়েছে এক নারী।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ওই অভিযোগ দায়ের করা হয়।

বিচারক মামলার আদেশের জন্য দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।  

নালিশির বাদী হলেন, গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম। বিবাদী হলেন, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া ও এসআই মো. নজরুল ইসলাম।  

নালিশিতে বাদী উল্লেখ করেন, গত ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কতিপয় দুর্বৃত্তরা বাদীর শ্বশুর বাড়ির পূর্ব পুরুষের পাকা কবরস্থান ভাঙচুর করে দখলের জন্য আসে। এ সময় বাদী ৯৯৯ কল করার পর গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে আসে। পরবর্তীতে রহস্যজনকভাবে এসআই নজরুল ইসলাম বাদী সুমা বেগমসহ মামলার তিনজন সাক্ষীকে আটক করে থানায় নিয়ে যান। থানার ওসি এবং এসআই আটকদের ছেড়ে দেওয়ার জন্য সুমা বেগমের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত ঘুষের টাকা দিকে অপরাগতা প্রকাশ করায় মামলায় জড়ানোর হুমকি দিয়ে ওসি এবং এসআই রাত ৯টা পর্যন্ত বেআইনিভাবে আটকদের থানা হেফাজতে রাখেন।  

পরে ওইদিন রাত ৯টার পর থানা হেফাজত থেকে বাদী ও মামলার তিনজন সাক্ষীকে ছেড়ে দেওয়া হয়। তাদের দীর্ঘসময় থানায় আটক করে রাখার কারণে দুর্বৃত্তরা বাধাহীনভাবে কবরস্থান ভাঙচুর করে দখল কার্যক্রম করেছে। দুর্বৃত্তদের পক্ষালম্বন করে বাদীর দায়ের করা এজাহার থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।  

এ ঘটনায় বাদী সুমা বেগম গত ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখান থেকে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বাদী সুমা বেগম তার আইনজীবীর মাধ্যমে আদালতে মামলার আবেদন করেছেন।  

সব অভিযোগ অস্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, ঘুষ দাবির কোনো ঘটনা সেদিন ঘটেনি। একটি কুচক্রী মহলের প্ররোচনায় এ মামলা দায়ের করা হয়েছে।

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।