মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে মাটির নিচ থেকে উদ্ধার করা প্রায় ২০০ কেজি ওজনের মর্টার শেল নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।
বুধবার (৩০ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট, মারা যায় তিনটি গরু।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, মঙ্গলবার রাতে মর্টার শেল বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে নিষ্ক্রিয় করার সময় সেটি ২০০ মিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে ঘরে থাকা টিভি-ফ্রিজসহ ঘরের চাল উড়ে গেছে অনেকের। ইউএনওসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণে সেলিম, হারেস, রশিদ, রফিজ, রেনু মিস্ত্রী, ফরিদ হোসেন, আব্দুল হান্নান, মানিক মিয়া, জলিল, মুক্তার হোসেন, আব্দুল গাফফার, সেলিম মিয়া, বারেকের বাড়িসহ গ্রামটির অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
এসময় তীব্র শব্দে আশিক নামে এক চাষির তিনটি গরু মারা যায়।
প্রত্যক্ষদর্শী চা দোকানি আব্দুর রশিদ বলেন, বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে প্রায় ৩০০ মিটার দূরে আমার দোকানের প্রায় সব কিছু উড়ে গেছে।
ঘটনাস্থলের চার কিলোমিটার দূরে বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা তানিয়া আক্তার বলেন, মঙ্গলবার সন্ধ্যা ঠিক ৭টা ৫৬ মিনিটে আমরা তীব্র ঝাকুনি অনুভব করি। প্রথমে ভূমিকম্প ভাবলেও পড়ে জানতে পারি আড়ালিয়া গ্রামে উদ্ধার হওয়া মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গেলে একটি মর্টার শেল পাওয়া যায়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরে পুলিশ জানায় যে এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পরে সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়।
এজেডএস/এসআই