ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, এপ্রিল ৩০, ২০২৫
গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল পালোয়ান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তি নিহত হন।

নিহত ইসমাইল পালোয়ান (৪৫) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত রওশন আলীর ছেলে তোফাজ্জল পালোয়ান (৫৫) ও তার স্ত্রী সাবিনা আক্তারসহ (৪৫) আরো কয়েকজন।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলার দুর্বাটি এলাকায় ইসমাইল পালোয়ান ও তোফাজ্জল পালোয়ানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে ইসমাইল পালোয়ান জমি থেকে ধান কাটতে যায়। এ সময় তোফাজ্জল ও তার সহযোগীরা ধান কাটতে বাধা দেয় এবং ওই জমি তাদের বলে দাবি করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে অভিযুক্তরা ইসমাইল পালোয়ানকে হাতুড়ি দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এতে তার গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয় ও গুরুতর আহত হন। পরে ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম জানান, নিহতের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার চেষ্টা চলছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫।  
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।