সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদী থেকে সমছু মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার কাটাগাং নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. সমছু মিয়া (২৯)উপজেলার নিজপাট ইউনিয়নের হর্নি নয়াগ্রামের আব্দুস শুক্কুরের ছেলে। সমছু মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন দাবি করেছেন তার স্বজনরা।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি বলেন, নদী থেকে সমছু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে। অবশ্য পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে সেটি আমলে নেওয়া হবে।
এনইউ/জেএইচ