ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সালথায় বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, মে ৪, ২০২৫
সালথায় বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মাতুব্বর

ফরিদপুরের সালথায় ব্যবসায়ী হাসান আশরাফের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার প্রধান আসামি এবং উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসির উদ্দিন উপজেলার কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া এবং উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা একটি টিনের ঘরে আগুনও ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর ও শফিকের একটি দোকানে ভাঙচুর ও লুটপাট হামলা চালানো হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন নাসির উদ্দিন মাতুব্বর।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বিএনপির বহিষ্কৃত নেতা নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে দুটি বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।