নরসিংদীর মনোহরদীতে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মো. শাহিন (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৭ মে) সকালে উপজেলার ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কের চঙ্গভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন (৩৫) মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে এবং অটোরিকশাচালক ছিলেন।
আহতরা হলেন- শিবপুর উপজেলার আশরাফপুর এলাকার মাইনউদ্দিনের ছেলে কাউছার (৩২), জসিমউদ্দিনের ছেলে বিজয় (২৫) ও মনোহরদীর হাতিরদিয়া এলাকার নিরঞ্জনের ছেলে শান্ত (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নরসিংদী থেকে একটি প্রাইভেটকার হাতিরদিয়া অভিমুখে যাচ্ছিল। প্রাইভেটকারটি ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কের চঙ্গভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটাখলা অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক শাহিনসহ চারজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত শাহিনকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক চালক মারা গিয়েছেন। আমরা প্রাইভেটকার ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে এসেছি। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ