ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ধানক্ষেতে মিলল স্বেচ্ছাসেবক দল নেতার রক্তাক্ত মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, মে ৮, ২০২৫
ধানক্ষেতে মিলল স্বেচ্ছাসেবক দল নেতার রক্তাক্ত মরদেহ 

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার চন্দরা বিলের ধানক্ষেত থেকে রুবেল মিয়া (২৭) নামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রুবেল মিয়া উপজেলার বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।

তিনি পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে স্থানীয়রা চন্দরা ও নওয়াপাড়ার মাঝা মাঝি স্থানে চন্দরা বিলের পশ্চিম পাশের একটি ধানক্ষেতে রুবেলের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

একই গ্রামের সুবির সরকার রাজ জানান, রুবেল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তবে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) মিন্টু দে জানান, ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর বাকি বিষয় জানা যাবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।