ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

শৈলকুপায় মদপানে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, মে ১৪, ২০২৫
শৈলকুপায় মদপানে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় মদ্যপান করে নয়ন দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৩ মে) রাতে ওই উপজেলার গাড়াগঞ্জ চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নয়ন ওই গ্রামের রবি দাসের ছেলে। তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন।

নিহতের স্ত্রী দিপা দাস জানান, তার স্বামী নয়ন মাঝে মধ্যে মদপান করে বাড়িতে ফিরতেন। মঙ্গলবার রাতে মদপান করে বাড়িতে এসে অতিরিক্ত বমি করতে থাকেন নয়ন। এরপর বেশি অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।  

ঝিনাইদহ সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা জানান, নিয়মিত অ্যালকোহল পান করার কারণে নয়নের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।  

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।