সিলেট: কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার কারাবাল্লা সীমান্ত দিয়ে প্রবেশকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন আটগ্রাম সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন।
আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, আটককৃতরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় আটগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক হন।
আটগ্রাম বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়। এরপর ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় অভিযানে অংশ নিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে স্বীকার করেন।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্ত শেষে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।
এনইউ/এমজে