ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

লংগদুতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মে ১৪, ২০২৫
লংগদুতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু প্রতীকী ছবি

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নম্বর বিলে এ ঘটনা ঘটে।

তানজিনা একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর টিলার বাসিন্দা মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ জমিতে কৃষিকাজ করছিলেন তানজিনা। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে কাজ ফেলে তিনি বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন। পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লংগদু সদরের ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বরজিৎ দেব বলেন, থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।