ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরা: মাগুরায় দিনব্যাপী আন্তর্জাতিক ফিদে র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।  

শুক্রবার (১৯ মে) সকালে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ দাবা প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়।

জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদির, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজেল হোসেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসু দেব কুন্ডু, দাবা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান।

দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতায় মোট ৯১ জন দাবাড়ু অংশ নিয়েছেন। মাগুরাসহ যশোর, ঝিনাইদহ, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর থেকে দাবাড়ুরা অংশ নিয়েছেন। এ দাবা প্রতিযোগিতা পয়েন্ট ভিত্তিক অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতায় শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।