মাত্র ১৭ বছর বয়সেই দৌড় জগতে হইচই ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট। গত ছয় মাসে একের পর এক রেকর্ড গড়ে এই কিশোর এখন আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যমে আলোচনার শীর্ষে।
সম্প্রতি পার্থে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গাউট ১৯.৮৪ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের শিরোপা জেতেন। যদিও এটি ছিল বাতাস-সহায়ক টাইমিং (wind-assisted), তবুও তার গতি ও স্টাইল তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
কে এই গাউট গাউট?
২০০৭ সালের ২৯ ডিসেম্বর জন্ম, দক্ষিণ সুদান থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী হওয়া এক পরিবারের সন্তান গাউট। তার পরিবার কুইন্সল্যান্ডের ইপসউইচ শহরে বসবাস শুরু করে। সাত ভাইবোনের মধ্যে গাউট একজন।
স্কুলে পড়ার সময়ই তার প্রতিভা নজরে পড়ে কোচ ডায়ান শেপার্ডের। মাত্র ১৩ বছর বয়সেই স্কুল প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়ে নজর কাড়েন তিনি। কোচ শেপার্ড বলেন, “গতি যেমন আছে, নম্রতাও আছে তার মধ্যে। এটিই ওর সবচেয়ে বড় সম্পদ। ”
রেকর্ডের পর রেকর্ড গড়ছেন তিনি
গত তিন বছরে গাউট বয়সভিত্তিক জাতীয় প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়ে নিয়মিত সেরা হয়ে আসছেন।
২০২৪ সালে ওশেনিয়া অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ২০০ মিটারে সোনা জিতেছেন তিনি।
সবচেয়ে আলোচনার জন্ম দেয় তার ডিসেম্বরে অস্ট্রেলিয়ান অল স্কুল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়। সেখানে উসাইন বোল্টের ২০.১৩ সেকেন্ড রেকর্ডকে ছাড়িয়ে ২০.০৪ সেকেন্ড টাইমিং নিয়ে তিনি হয়ে যান বিশ্বের দ্রুততম অনূর্ধ্ব-১৬ দৌড়বিদ।
একই দিন ১০০ মিটারে ১০.১৭ সেকেন্ড টাইমিং দিয়ে গড়েন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৮ রেকর্ড।
বিশ্বজুড়ে আলোচনায় গাউট
যেখানে যাচ্ছেন, সেখানে ক্যামেরা আর ভক্তদের ভিড়। ভিডিও ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় উঠছে প্রশংসার ঝড়। কেউ বলছেন “ফিউচার অব ২০০ মিটার”, কেউ বলছেন “নতুন বোল্ট”।
অ্যাথলেটিকস অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এবং প্রাক্তন অলিম্পিয়ান জেন ফ্লেমিং বলেন,
“যদি বলি কারো মধ্যে বোল্টের ছায়া দেখেছি, তবে সে গাউট। ”
পরবর্তী লক্ষ্য কী?
এখনও কোনো সিনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামেননি গাউট, তবে ২০২৫ সালের জুলাইয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।
১৩ বছর বয়সে ২০০ মিটারে তার টাইমিং ছিল ২২.৬৮ সেকেন্ড, আর এখন তা ২০ সেকেন্ডের নিচে। এত দ্রুত উন্নতি সচরাচর দেখা যায় না।
নিজে বলেন, “চাপ তো থাকে, কিন্তু আমি কেবল আমার দৌড়টাই দৌড়াচ্ছি। ”
ভবিষ্যতের প্রতিচ্ছবি
দক্ষিণ সুদানিজ শিকড়, অস্ট্রেলিয়ার মাটি আর বিশ্বমঞ্চে ঝলক দেখানো এক তরুণের নাম গাউট গাউট। তার দৌড় শুধুই গতি নয়, এটি আশা, সম্ভাবনা আর ভবিষ্যতের প্রতিচ্ছবি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমএইচএম