ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

খেলা

ফ্যানফেয়ার অ্যাপ ব্যবহারকারীদের জন্য রোনালদিনহোর শুভেচ্ছা উপহার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, অক্টোবর ১৯, ২০২৩
ফ্যানফেয়ার অ্যাপ ব্যবহারকারীদের জন্য রোনালদিনহোর শুভেচ্ছা উপহার 

ঢাকা: বাংলাদেশে পা রেখে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ম্যাজিক্যাল নাইটে ফুটবল ভক্তদের সঙ্গে দেখা করেছেন রোনালদিনহো। নিজের সেরা সময়ে দুপায়ের জাদুতে গোটা ফুটবল বিশ্বকে মোহিত করে রেখেছিলেন তিনি।

ব্রাজিলিয়ান এই তারকার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে রয়েছে অন্যরকম দুর্বলতা এবং ভালোবাসা। এই আয়োজনের এসোসিয়েশন স্পন্সর ছিল দেশের প্রথম সোস্যাল প্ল্যাটফর্ম ‘ফ্যানফেয়ার’।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে ফ্যানফেয়ার অ্যাপ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ফ্যানফেয়ার প্রত্যেক দর্শনার্থীর জন্য শুভেচ্ছা উপহারের আয়োজন করে। রোনালদিনহো ফ্যানফেয়ার অ্যাপ ব্যবহারকারীদের জন্য এসময় রেখে যান তার সই করা জার্সি ও বল। ম্যাজিক্যাল নাইটে রোনালদিনহোর সই করা জার্সি ও বল গ্রহণ করেন ফ্যানফেয়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রাজীব হোসেন এবং চিফ স্ট্রাটেজি অফিসার শওকত আহমেদ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩

এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।