ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

খেলা

শিয়াওতেককে স্তব্ধ করে দিয়ে ফাইনালে গাউফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, মে ২, ২০২৫
শিয়াওতেককে স্তব্ধ করে দিয়ে ফাইনালে গাউফ

অতীতে ইগা শিয়াওতেকের বিপক্ষে টিকতেই পারেননি কোকো গাউফ। পাঁচ বারের মধ্যে একবারও জিততে পারেননি তিনি।

তবে গতকাল যেন ঠিক উল্টোটা দেখালেন। শিয়াওতেককে দাঁড়াতেই দিলেন না ঠিকঠাক। দারুণ জয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের তারকা।

গতকাল পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন গাউফ। স্রেফ ৬৪ মিনিট লেগেছে তার এই জয় নিজের করে নিতে। যদিও ম্যাচের শুরুর দিকে এগিয়ে ছিলেন শিয়াওতেক। ৭-০ ও ১১-১ ব্যবধানে আগানোর পর থেকে তিনবারের দেখায় প্রতিটিতে জিতেছেন গাউফ।

চার গ্র্যান্ড স্ল্যামের বাইরে টেনিস ক্যালেন্ডারের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর একটি এই মাদ্রিদ ওপেন। ফাইনালে ওঠার লড়াইয়ে র‌্যাংকিংয়ের এক নম্বর তারকা সাবালেঙ্কা অথবা এলিনা ভিতোলিনার মুখোমুখি হবেন গাউফ।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।