অতীতে ইগা শিয়াওতেকের বিপক্ষে টিকতেই পারেননি কোকো গাউফ। পাঁচ বারের মধ্যে একবারও জিততে পারেননি তিনি।
গতকাল পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন গাউফ। স্রেফ ৬৪ মিনিট লেগেছে তার এই জয় নিজের করে নিতে। যদিও ম্যাচের শুরুর দিকে এগিয়ে ছিলেন শিয়াওতেক। ৭-০ ও ১১-১ ব্যবধানে আগানোর পর থেকে তিনবারের দেখায় প্রতিটিতে জিতেছেন গাউফ।
চার গ্র্যান্ড স্ল্যামের বাইরে টেনিস ক্যালেন্ডারের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর একটি এই মাদ্রিদ ওপেন। ফাইনালে ওঠার লড়াইয়ে র্যাংকিংয়ের এক নম্বর তারকা সাবালেঙ্কা অথবা এলিনা ভিতোলিনার মুখোমুখি হবেন গাউফ।
আরইউ