ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

খেলা

শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন শিরিন, মুকুট উদ্ধার করলেন ইসমাইল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন শিরিন, মুকুট উদ্ধার করলেন ইসমাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশের চারবারের দ্রুততম মানব ইসমাইল। ইমরানুর রহমান ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেয়ার পর থেকে তিন বছর সেরার মুকুট হাতছাড়া হয়েছে ইসমাইলের।

সেই মুকুট পুনরুদ্ধার করেছেন ইসমাইল।  

জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে আজ সোমবার বিকালে ছেলেদের বিভাগে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের সোনার পদক জিতেছেন ইসমাইল। মেয়েদের মেধ্যে শিরিন আক্তারের প্রতিদ্বন্দ্বী এখনও কেউ হয়ে উঠতে পারেননি। তিনি দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন।  

পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইসমাইল ১০.৬১ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। একই সংস্থার রাকিবুল হাসান মাত্র ০.০২ সেকেন্ড কম সময়ে দ্বিতীয়। যদিও বেশ কয়েক মিটার পর্যন্ত রাকিবই এগিয়ে ছিলেন। ফিনিশিং ভালো না হওয়ায় মূলত দ্রুততম মানবের তকমা হারিয়েছেন রাকিবুল।  

গত তিন আসরে ইংল্যান্ড প্রবাসী ইমরানের কাছে হারতেন নৌবাহিনীর ইসমাইল। তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই স্প্রিন্টার, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। ’

কোচের পাশাপাশি তার পরিবারকেও অর্ধেক ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। ’

বাংলাদেশ নৌবাহিনীর শিরিন ১৬তম বার হলেন দেশের দ্রুততম মানবী। তিনি সময় নিয়েছেন ১২.০১ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন সাবেক দ্রুততম মানবী বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.১৫ সেকেন্ড।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতিসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।