ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

খেলা

চতুর্থ ম্যাচেও হারল বাংলাদেশ, সিরিজ গেল নেপালের ঝুলিতে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
চতুর্থ ম্যাচেও হারল বাংলাদেশ, সিরিজ গেল নেপালের ঝুলিতে সংগৃহীত ছবি

ললিতপুরের সাতদোবাতো তায়কোয়ানদো হলে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ নারী কাবাডি দলের আশা শেষ হয়ে গেল চতুর্থ ম্যাচেই। হাড্ডাহাড্ডি লড়াই করেও ২১-১৭ পয়েন্টে হেরে গেলেন শ্রাবণী-বৃষ্টিরা।

এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল।

প্রথমার্ধে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় তারা। কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় নেপাল। প্রথমার্ধ শেষে নেপাল এগিয়ে ছিল মাত্র এক পয়েন্টে (১০-৯)।

দ্বিতীয়ার্ধেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখা যায়। দুই দলই পয়েন্টে এগিয়ে-পিড়ে চলছিল। এক পর্যায়ে স্কোর ছিল ১৪-১৪। এরপরই বিতর্কের শুরু। বাংলাদেশের দাবি, একাধিক স্পষ্ট টাচ এবং বোনাস পয়েন্ট রেফারি নাকচ করে দেন। সময় শেষ হওয়ার আগেই খেলা শেষের বাঁশি বাজানো, রিভিউয়ের সিদ্ধান্তে পক্ষপাত—সব মিলিয়ে হতাশ বাংলাদেশ শিবির।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, "মেয়েরা ভালো খেলছিল। কিন্তু রেফারির সিদ্ধান্তে আমরা ম্যাচটা হেরেছি। বারবার আমাদের বোনাস পয়েন্ট দেওয়া হয়নি, রিভিউগুলোও একপাক্ষিকভাবে বাতিল করা হয়েছে। ম্যাচের দুই মিনিট বাকি থাকতেই শেষ বাঁশি বাজানো হলো। দর্শকরাও বলছিল পয়েন্ট আমাদের পাওয়া উচিত ছিল। "

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের দেখা পেলেও চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেল দলটি। এখন সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে।

আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। ফলাফল সিরিজের ফল পরিবর্তন না করলেও, আত্মমর্যাদা রক্ষার ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।