ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

সৈয়দপুরে অবতরণের সময় বিমানে পাখির ধাক্কা, অতঃপর..

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
সৈয়দপুরে অবতরণের সময় বিমানে পাখির ধাক্কা, অতঃপর..

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের সময় পাখির ধাক্কায় (বার্ড হিট) ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানের সামনের অংশে।

ফলে ত্রুটি সারাতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা লাগে। বিমানটি দুপুর ১টার দিকে  ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর ছেড়ে যায়।

রোববার (১১ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে বিমানবন্দরে অবতরণের আগে ওই দুর্ঘটনা ঘটে। বিমানে ৭৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সৈয়দপুর বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

ওই বিমানের যাত্রীরা জানান, ঠিক সোয়া ৮ টার দিকে বিমান ল্যান্ড করছিল সৈয়দপুর বিমানবন্দরে। হঠাৎ বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পাইলটের দক্ষতায় বিমান অবতরণ করলেও নেমে দেখি একটি পাখির ধাক্কায় বিমানের সামনের দিকে ক্ষতিগ্রস্ত।  

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া জানান, বার্ড হিটের কারণে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সৈয়দপুরে নামার সময় সামনের দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে

এভিয়েশন প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সরাতে সক্ষম হই। পরে ৭০ জন যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।