ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

পর্যটন

নীলফামারীতে গড়ে উঠেছে মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক

মো. আমিরুজ্জামান ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
নীলফামারীতে গড়ে উঠেছে মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক নীলফামারীতে মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক

নীলফামারী: প্রাকৃতিক পরিবেশে নীলফামারীতে গড়ে উঠেছে মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক।  নীলফামারী জেলা সদর থেকে ঐতিহ্যবাহী নীলসাগর সড়কের হাজীগঞ্জে গড়ে উঠেছে এই রিসোর্ট ও ওয়াটার পার্কটি।

 

পার্কটির পরিসর ছোট্ট হলেও মালিকের চিন্তা ভাবনা সুদূর প্রসারী। আমেরিকা প্রবাসী জনৈক ব্যক্তি মানুষের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে এটি গড়ে তুলেছেন।   

কথা হয় মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্কের দায়িত্বে থাকা রাজুর সঙ্গে। তিনি জানান, স্থানীয় হাজীপাড়ার বাসিন্দা ও প্রবাসী কামরুল ইসলাম লিটু নিজ উদ্যোগে এটি গড়ে তুলেছেন। গত বছরের অক্টোবর মাসের প্রথমের দিকে এটি তড়িখড়ি করে চালু করা হয়েছে। পানির মধ্যে খেলনা সাজানোর কাজ শুরু হয়েছে। পানির মধ্যে স্থাপনের জন্য বিদেশ থেকে অনেক খেলনা তিনি নিয়ে এসেছেন। ইতোমধ্যে এসব স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রায় ৬ বিঘা জমির ওপর পার্কটি গড়ে তোলা হয়েছে।  

মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্কে বসার জন্য রঙিন বেঞ্চ, কৃত্রিম নীল তিমি মাছ, ব্যাঙ, প্যাডেল নৌকা, বক, বসার নান্দনিক স্থান, ছাতা, প্রজাপতি ইত্যাদি স্থাপন করা হয়েছে। গাড়ি পার্কিং করার জন্য তৈরি করা হয়েছে আলাদা জায়গা। শোভা বর্ধনের জন্য পুকুরের চারিদিকে রয়েছে নারিকেলের গাছসহ নানা জাতের গাছ।  

গেটম্যান আমজাদ হোসেন জানান, প্রতিদিন এই পার্কে ঘুরতে দেড় শতাধিক লোকজন আসেন। যেকোনো উৎসবে এই সংখ্যা অনেক বেড়ে যায়। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটি ৩০ টাকা, ৩ বছরের কম শিশুদের প্রবেশে টিকিট কাটতে হয় না। আর গাড়ি পার্কিং এর জন্য ৩০ টাকা, সাইকেল ও মোটরসাইকেল পার্কিংয়ের জন্যও চার্জ গুণতে হয়।  

তিনি বলেন, এই মালিকের পরিচালনায় পার্কের সংলগ্ন মাহবুবা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল পরিচালিত হচ্ছে। সেখানেও মানুষ সেবার জন্য আসছেন।  
 
মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্কে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রওনক জামান হৃদয় বলেন, ছোট্ট পরিসরে হলেও পার্কটি ছিমছাম ও পরিষ্কার-পরিচ্ছন্ন। পরিবেশটা নিরিবিলি ও মনোরম ও কোলাহলমুক্ত। ভালো লাগার মতো একটি জায়গা।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।