ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

পর্যটন

সাজেকে আগুন লাগার কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সাজেকে আগুন লাগার কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত কমিটি

খাগড়াছড়ি: রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের দুদিন পর জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা সাজেকে পৌঁছান।

এসময় তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারসহ চার সদস্য উপস্থিত ছিলেন।  

আগুন লাগার পর জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে। এ কমিটি সাত কর্মদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এদিকে সকালে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে ৩০ কেজি করে চাল, সাড়ে সাত হাজার করে টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।  

এর আগে গত সোমবার আগুন লেগে কটেজ-রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘরসহ মোট ৯৮টি পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে ক্ষতি হয়েছে অন্তত শত কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।