গোধূলি আর আকাশের সেই রঙের খেলায় প্রকৃতির এক অনন্য রূপ। না, কোনো চিত্রকর্ম নয়।
এ ঘোর লাগানো, এ মায়া লাগানো, এ জাদুমাখা এক চিত্রপট!
হাতিরঝিল যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতে আঁকা এক চিত্রকর্ম। ছবি: জনি সাহা
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে হাতিরঝিলে যখন বিনোদনপিয়াসীদের মিলনমেলা ভাঙছিল। ধীরে ধীরে ঠিক এমন রূপ নিল প্রকৃতি। আর তা ধরা পড়লো বাংলানিউজের ক্যামেরায়।পাশ ঘেঁষে কেউ একজন বলে যাচ্ছিলেন, ‘এই মায়ার টানেই তো রাজধানীবাসী ছুটে আসে এখানে, এই হাতিরঝিলে!’
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৭
এইচএ/